কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জন পজেটিভ এসেছে। এরা সকলেই নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ৩২ জন। এতে কক্সবাজার সদর উপজেলার ১৪ জন, পেকুয়া উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ৮ জন, রামু উপজেলার ১ জন, উখিয়া উপজেলার ৭ জন, এক জন রোহিঙ্গা, নাইক্ষ্যংছড়ির ১ জন, বান্দরবানের ১ জন, চট্টগ্রামের সাতকানিয়ার ৩ জন রয়েছে।
রোববার রাত ৮ টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
উল্লেখ্য, ৬৫ দিনে মোট ৭৯৫৫ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ১১০৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ১০০১ জন। এ পর্যন্ত এক রোহিঙ্গা সহ ২০ জনের মৃত্যু হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com