কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭০ জন নমুনা পরীক্ষায় ২৩ জন পজেটিভ এসেছে। এরা সকলেই নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ২১ জন। এতে কক্সবাজার সদর উপজেলার ৭ জন, চকরিয়া উপজেলার ৮ জন, টেকনাফ উপজেলার ৩ জন, রামু উপজেলার ৩ জন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১ জন ও লামার ১ জন রয়েছে।
বুধবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
গত ৬৩ দিনে মোট ৭৩৫১ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৯৫৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৮৭৭ জন। এর মধ্যে মহেশখালীতে ৩৪ জন, টেকনাফে ৪১ জন, উখিয়ায় ১১০ জন, রামু ৫৩ জন, চকরিয়ায় ১৮৯ জন, কক্সবাজার সদরে ৩৬৪ জন, কুতুবদিয়ায় ৩ জন এবং পেকুয়ায় ৪৭ জন রয়েছে। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের চাঁদগাঁও, সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com