কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন এক নারীর মৃত্যু হয়েছে। উক্ত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মহিউদ্দিন জানান, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকা থেকে এক নারীকে করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় শুক্রবার সন্ধ্যায় ৬ টার দিকে। ঐ নারী কে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আইসোলেশন এ নিয়ে চিকিৎসা শুরু করার আগেই ওই নারী মারা যায়। এরপর তার নমূনা সংগ্রহ করা হয় বলেও জানান তত্ত্বাবধায়ক।
মারা যাওয়া নারীর শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল বলে জানান কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শাহীন আব্দুর রহমান চৌধুরী।
এই ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, বিষয়টি আমি এখনো জানতে পারিনি। জানার পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে এই প্রথমবারের মতো কোনো রোগী মারা গেল।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com