অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে কক্সবাজারে যাত্রা শুরু করেছে ইউনিয়ন হসপিটাল। রবিবার সকালে পবিত্র কোরআন খতম ও দোয়ার মধ্যদিয়ে ইউনিয়ন হসপিটালের কার্যক্রম শুরু করা হয়। কক্সবাজারে নতুন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল মতিন, ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান আরিফুল মাওলা, ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, ডিরেক্টর ফিন্যান্স ডাঃ মোঃ মাহবুবুর রহমান, দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালক সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর এসময় উপস্থিত ছিলেন।
কক্সবাজারের স্থানীয় জনগণের পূর্ণাঙ্গা স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি কক্সবাজারে অবস্থানরত দেশি বিদেশী পর্যটক এবং কর্মজীবিদের বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইউনিয়ন হসপিটাল ইমার্জেন্সি সার্ভিস, কনসালটেন্ট চেম্বার, হাইটেক প্যাথলজি, ই.টি.টি/ ই.সি.জি, আই.সি.ইউ, সি.সি.ইউ, এইচ.ডি.ইউ, এন.আই.সি.ইউ, এন্ডোসকপি/কোলনস্কপি, অটোমেটেড মডিউলার অপারেশন থিয়েটার বিশিষ্ট একটি ৫০ শয্যার স্পেশালাইজড হাসপাতাল।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com