শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাঙালীর সার্বজনীন অসাম্প্রদায়িক প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ’। বাঙালীর ইতিহাস ঐতিহ্য আর কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ‘বাংলা নববর্ষ’। বলা যায়, প্রতিটি বাঙালীর মন মননের সঙ্গে মিশে আছে পহেলা বৈশাখ। আর প্রতিটি পহেলা বৈশাখ আসে ‘নতুন প্রাণের – নতুনের আহবানে’। তাই পহেলা বৈশাখ প্রতিটি বাঙালীর প্রাণ-সঞ্জীবনীও বটে।
আসুন, পহেলা বৈশাখ তথা শুভ বাংলা নববর্ষের শপথ হোক; “ অসাম্প্রদায়িকতা আর সার্বজনীনতার প্রেরণায় জাতি গঠনের ঐক্যবদ্ধ পথচলার শুরুর”।
প্রাণভাজন কক্সবাজারবাসীকে জানাই- পহেলা বৈশাখের শুভ্রসুনীল শুভেচ্ছা ও অভিবাদন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com