বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ঠাকুরগাঁও কোর্ট পুলিশের এসআই হেলাল ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার দুপুরে পীরগঞ্জ থানার একটি পরিত্যক্ত কোয়াটারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার একটি কোয়ার্টারে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও কোর্টে পুলিশের এসআই হেলাল ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচায় জড়িত বলে জানায় ওই সূত্র।
আটকের পর তাদের পীরগঞ্জ থানায় নেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশের গোয়েন্দা বিভাগ।
অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, মাদক নির্মূল করতে পুলিশ কাজ করছে। যে হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
সুত্র: দেশ রুপান্তর
Copyright @ 2021
Development by: webnewsdesign.com