কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনায় একটি বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও লুট করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এসময় তারা নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভুগী পরিবারের।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ১২ টার দিকে এবিসি ঘোনায় এঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। আহতরা হলেন, হোসনে আরা, রোজিনা, জাহেদা।
পরিবারটির দাবী, পুর্ব শক্রতার জের ধরে একই এলাকার মো. খলিলের ছেলে মোতালেব, মোর্শেদ, তার ছেলে ইয়াছিন, আব্দু জলিলের ছেলে জাহাঙ্গীর, মৃত মো. হোসেনের ছেলে আব্দু জলিল, মো. খলিলের ছেলে ফারুক, জয়নাল, আব্বাস ও অজ্ঞাত আরও ৫/৬ জন এ হামলা চালায়।
হামলায় বসতবাড়ীটি গুড়িয়ে দেয়ার পাশাপাশি বসতঘরে থাকা বিভিন্ন মালামাল ভাংচুর করে লুট করা হয় নগদ অর্থ ও স্বর্ণ। এবিষয়ে পরিবারটির পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com