উখিয়া উপজেলার গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে থেকে ৯ হাজার ৮৫০ টি ইয়াবা সহ মোঃ আলম (২০) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
রবিবার (২২সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গয়ালমারা এলাকার বায়তুল মাওয়া মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আলম কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১নং ক্যাম্পের ও এবং ই ব্লকের মৃত হামিদ উল্লাহর ছেলে।
র্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় আসামীর হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে বিক্রির মজুদ ৯ হাজার ৮৫০ টি ইয়াবা সহ আলমকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৪৯ লাখ ২৫ হাজার টাকা। আটক আলমকে ইয়াবা সহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com