উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী মাদারবুনিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৩ টায় এই ভবনের উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শাহীন আক্তার বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করার লক্ষ্যে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় উখিয়া-টেকনাফে নানা উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি আরো বলেন, পিছিয়ে পড়া উপকূলীয় এলাকায় শিক্ষাকে আরো এগিয়ে নিতে আপনাদের প্রিয় নেতা আবদুর রহমান বদি এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যার সুফল ভোগ করছে এই এলাকার হাজারো ছাত্র-ছাত্রী।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী। আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম, পিআইও রাশেদুল ইসলাম, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী প্রমূখ।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com