সদরের ঈদগাঁও-চৌফলদন্ডী ফরাজি পাড়া ত্রিমুখী পয়েন্টে দ্রুত গতিতে গাড়ী চালানোর সময় চালকের অসাবধানতার কারণে সিএনজি উল্টে ৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও-চৌফলদন্ডী-ফরাজি পাড়া ত্রিমুখী পয়েন্ট মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী টানিং করার সময় সিএনজিটি উল্টে যায়। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি। ঐ গাড়ীটির সামনে গ্লাসসহ বেশ কিছু অংশ ভেঙ্গে যায়। তৎমধ্যে দুইজন যাত্রীর অবস্থা গুরুত্বর হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে অন্য গাড়ীর যাত্রী শিক্ষার্থী আসমাউল হুসনা ছোটমণি। সচেতন মহলের দাবি ,বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন সড়ক-উপসড়কে অল্পবয়সী ও অদক্ষ চালকরা চালাচ্ছে টমটম,রিক্সা,সিএনজিসহ তিন চাকার যানবাহন। বহু চালকরা তাদের সাইট কোনটি সেটিও চিনেনা। সকলের অভিযোগ।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com