কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও অংশে হানিফ পরিবহণের বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরও দুই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। এসময় ঘাতক বাসে আগুন দেয় এলাকাবাসি ও বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এঘটনা ঘটে। নিহত ও আহতরা ঈদগাঁও হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।
তুলাবাগান হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন স্কুলছাত্র গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাদের মালুমঘাট মেমোরিয়াল হসপিটালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
তিনি আরও জানান, ঘটনায় বিক্ষোব্ধ হয়ে তাদের সহপার্টিরা বাসে আগুন দেয়। বাসে দেয়া আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com