কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বশির আহমদ (৪৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটেছে জনৈক এক ব্যক্তির লবন মিলে।
নিহত বশির আহমদ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জনগর পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও অপরাপর শ্রমিক সূত্রে জানা যায়, নিহত বশির আহমদ প্রতিদিনের ন্যায় ঐ লবন মিলে কাজ করছিল।
এ সময় অসাবধনতা অবস্থায় বৈদ্যুতিক তার বশিরের শরীরে লেগে গেলে মাটিতে লুটে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এসআই সনজিত চন্দ্র নাথ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার নাছির উদ্দীন বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
Copyright @ 2019
Development by: webnewsdesign.com