র্যাব-১৫, কক্সবাজার রামু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুতুপালং এলাকা হতে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক যাহার পিছনে ঝজ ঢওঘএ* ইঅঘএ লেখা যোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য (বার্মিজ সিগারেট) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পালংখালি বাজারের দিকে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১০/০৪/২০১৯ খ্রিঃ রাত অনুমান ২৩:৫০ ঘটিকার সময় নবগঠিত র্যাব-১৫ এর একটি আভিযানিক দল এএসপি মোঃ শাহ আলম এর নেতৃত্বে কক্সবাজার জেলা উখিয়া থানাধীন কক্সবাজার-টেকনাফ সড়কের সহিত বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়কের সংযোগস্থলে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করেন। এক পর্যায়ে টেকনাফ এলাকা হতে একটি ইজিবাইক কক্সবাজারের দিকে আসতে দেখিয়া থামানোর সিগন্যাল দিলে ইজিবাইকের চালক ইজিবাইক রেখে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ জাফর আলম (৩৫), পিতা-মৃত মোঃ জব্বার মন্ডল, সাং-দরকাবিল রাজপালং ৮নং ওয়ার্ড, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করতে সক্ষম হন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তাহার ব্যবহৃত ইজিবাইকে আমদানি নিষিদ্ধ বার্মিজ সিগারেট রয়েছে। পরবর্তীতে তাহার ইজিবাইক তল্লাশী করে ০২ টি হলুদ রংয়ের বস্তা এবং ০৩ টি কার্টোন এর মধ্যে থাকা অবস্থায় আমদানি নিষিদ্ধ ৫০,২০০ (পঞ্চাশ হাজার দুইশত) শলাকা বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধাকৃত বার্মিজ সিগারেট এর মূল্য ৫,০২,০০০ (পাঁচ লক্ষ দুই হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com