এডভোকেট আমজাদ হোসেন এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা জজ মহোদয় জনাব খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় অনুষ্ঠিত হয়েছে। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। মরহুম এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।
জেলা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর রুহের শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
এরপর মাননীয় জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম আমজাদ হোসেন এডভোকেট’র স্মরণে শোকসভা আরম্ভ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন যথাক্রমে এডভোকেট হোছাইন আহমদ আনসারী, এডভোকেট লুৎফুল কবির (চকরিয়া), এডভোকেট মোঃ আবুল হোছাইন, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট সিরাজুল মোস্তফা, এডভোকেট আবদুল বারী-১, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট মো: কাশেম আলী, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম (বিশেষ পিপি), এডভোকেট দীলিপ কুমার আচার্য্য, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, এডভোকেট মমতাজ আহমদ (পিপি), এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এডভোকেট মো: আকতার উদ্দীন হেলালী, এডভোকেট সৈয়দ আহমদ ও মরহুমের আমজাদ হোসেন এর পরিবারের পক্ষ থেকে ১ম পুত্র জনাব এডভোকেট এইচ রাফাত (রাজীব)।
সভা শেষে মরহুম আমজাদ হোসেন এডভোকেট এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল হক।
উল্লেখ্য, ২৪ জুন বেলা ৩ টায় আদালত কক্ষে পেশাগত দায়িত্ব পালনকালীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com