এর আগেও গানের ভিডিওতে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন আসিফ আকবর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত একটি গানের ভিডিওতে আবারো জুটি বেঁধেছেন তারা।
গতকাল শনিবার এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘যা পাখি’ শিরোনামে গান। গানটির কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল। সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। আসিফের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন পাপড়ি। গানটির মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন আসিফ-এভ্রিল। এটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
আসিফ আকবর বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে আমার বেশ কিছু গান মুক্তি পাবে। তারমধ্যে অন্যতম ‘যা পাখি’। সব মিলিয়ে গানের ভিডিওটি ভালো হয়েছে। আশা করছি, দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।”
Copyright @ 2021
Development by: webnewsdesign.com