অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (University of Oxford) ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। ধারণা করা হয়, ইংরেজি ভাষীদের এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১১০০ শতাব্দীর শেষ দিকে। তবে ১১৬৭ সালে রাজা দ্বিতীয় হেনরি ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্রুত জনপ্রিয়তা লাভ করে। প্রথমদিকে এর নিজস্ব ভবন ছিল না। ভাড়া করা হল অথবা চার্চে ক্লাস নেওয়া হতো। বর্তমানে এটি ৩৯টি কলেজ ও সাতটি Permanent Private Halls (PPHs)-এর সমন্বয়ে গঠিত। কলেজগুলোতে ছাত্রদের ক্লাস নেওয়া হয়। তবে পরীক্ষা, গবেষণাগার ও কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চারজন ইংরেজ রাজা, আটজন বিদেশি রাজা, ৪৭ জন নোবেল পুরস্কার বিজয়ী, ২৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ২৮ জন বিদেশি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সাতজন সেইন্ট বা সাধু, ১৮ জন কার্ডিনাল ও একজন পোপসহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব শিক্ষা লাভ করেছেন। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিফেন হকিংও এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৪৭৮ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস লি. (UPL) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।
Copyright @ 2021
Development by: webnewsdesign.com